সারা দেশের মতো নওগাঁতেও “উন্নত জগৎ গঠন করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে আইইবির গৌরবময় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইঞ্জিনিয়ার্স ডে।
রবিবার (৭ মে) এই উপলক্ষ্যে সন্ধ্যায় আইইবি (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ) এর নওগাঁ ইউনিট নানা কর্মসূচি গ্রহণ করে।
এদিন এলজিইডির কনফারেন্স রুমে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ, প্রকৌশলী শাহ মো. শহীদুল হক, প্রবীর কুমার পালসহ জেলার সকল প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রকৌশলীরা বলেন, ১৯৪৮সালের ৭মে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠন করা হয়। এরপর থেকে দেশের প্রকৌশলীদের মানোন্নয়ন ও সমস্যা সমাধানে পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে আইইবি দেশে ও বিদেশে পরিচিতি লাভ করেছে। আগামীতেও যে কোন দুর্যোগে জনকল্যাণমূলক কাজ ও দেশের সকল প্রকৌশলীদের পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাাংলাদেশকে বিনির্মাণে একাগ্রচিত্তে আইইবির সকল উপকেন্দ্রগুলোকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
এফএম/দীপ্ত সংবাদ