নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩–২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুই ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে বাজেট ঘোষণা উপলক্ষে সভার আয়োজন করা হয়।
খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে সভায় ২ কোটি ২০লাখ ৫০হাজার ৫০৮টাকার বাজেট ঘোষণা করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি।
কালীগ্রাম ইউনিয়নে সভায় ১ কোটি ৯১ লাখ ৩২ হাজার ২৬০ টাকার বাজেট ঘোষণা করেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব মো.শাহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন। এছাড়া দুই ইউপিতে বাজেট সভায় সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ