নওগাঁর মান্দা উপজেলার গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে লাঠি দিয়ে বেদম ভাবে মারপিট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী রাব্বি ও তুহিনের মাঝে অন্ত:দ্বন্দ্বের সৃষ্টি হলে সেটি মিটমাট করে দেয় ওই বিদ্যালয়ের আরেক প্রাক্তন শিক্ষার্থী ও দাশপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারেক।
এই ঘটনাটি জানতে পেরে গত ৬ এপ্রিল ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক বকুল হোসেন আকন্দ (৪২), ব্যবস্থাপনা কমিটির সদস্য সামছুল মৃধা (৪০), আবু বাক্কার (৫০) ও ছানোয়ার হোসেন (২৫) গোয়ালমান্দা সুইচগেইট সংলগ্ন একটি দোকানের বারান্দায় প্রকাশ্যে লাঠি দিয়ে অতর্কিত ভাবে বেদম মারপিট করে ওই তিন শিক্ষার্থীকে। মারপিট করার এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অন্যায় এই বিষয়টির সুষ্ঠ বিচার পাওয়ার আশায় তারেক বাদী হয়ে মান্দা থানাায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এই বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী বলেন অভিযোগের বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
যূথী/দীপ্ত সংবাদ