নওগাঁয় চলছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরইমধ্যে ৫০ ভাগ ফসল ঘরে তোলা হয়েছে। কৃষকরা বলছেন- সরকার এ বছর প্রতি মণ ধানের দাম নির্ধারণ করেছে এগারশ ২০ টাকা; কিন্তু উপযুক্ত দাম হওয়া উচিত কমপক্ষে পনেরশ টাকা।
উত্তরের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁজুড়ে চলছে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় ফসল ঘরে তোলার কাজ । একদিকে অনাবৃষ্টি অন্যদিকে কীটনাশক, ডিজেল ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায়, উৎপাদন খরচ বেশি হয়েছে বলে জানান চাষিরা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও জানিয়েছে একই কথা।
সরকারের বেঁধে দেওয়া দামে ধান বিক্রি করলে বেশ লোকসান হবে বলে জানান চাষিরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁর ১১ উপজেলায় এক লাখ ৯৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।