নওগাঁয় কর্মরত প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), নওগাঁ উপকেন্দ্রের পক্ষ থেকে দুইজন প্রকৌশলীর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁর (এলজিইডি) সভাকক্ষে সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী তোফায়েল আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার প্রকৌশলীদের পরিবার হতে বদলিজনিত কারণে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক ও লেখক মোঃ সাজেদুর রহমান এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ নাফিউল ইসলামকে আইইবি নওগাঁ উপকেন্দ্রের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় প্রকৌশলীরা বলেন, আইইবি নওগাঁ উপকেন্দ্র জেলার সকল প্রকৌশলীদের মাঝে ভাতৃত্বের বন্ধন দৃঢ় করেছে। এই সংগঠনটি জেলায় কর্মরত সকল প্রকৌশলীদের একটি পরিবার। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন–২০৪১ বাস্তবায়নে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ উন্নত বিশ্বের সাড়িতে স্থান করে নিতে পারছে। প্রকৌশলীরা শুধু তাদের গতানুগতিক কাজের মধ্যেই নেই মানবিক কার্যক্রমের দিক দিয়েও তারা এগিয়ে। প্রকৌশলীদের ঐক্য আরোও জোরদার করতে হবে তবেই তারা তাদের নায্য অধিকার ফিরে পাবে। এছাড়া প্রকৌশলীদের উপর সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং দৃষ্টান্তরমূলক শাস্তির দাবী জানানো হয়।
সভায় অর্থ সম্পাদক প্রকৌশলী আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার পাল, উপদেষ্ঠা প্রকৌশলী শিহাদুল ইসলাম, প্রকৌশলী সাইফুল ইসলাম, কার্য–নির্বাহী সদস্য প্রকৌশলী শিহাদুল ইসলাম, প্রকৌশলী ইমরান, প্রকৌশলী হারুন, প্রকৌশলী হাসান, প্রকৌশলী ইকবাল, প্রকৌশলী লুৎফুল বারী তমাল, প্রকৌশলী প্রত্যয়, প্রকৌশলী নুরে আলম, প্রকৌশলী শাহ মো: শহীদুল হক, প্রকৌশলী সঙ্গীসহ সকল প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
শেষে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা ও দেশেরতরে প্রাণ উৎসর্গ করা সকল শহীদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশসহ বিশ্বের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনু/দীপ্ত সংবাদ