দেশে প্রতিবছর ধুমপানের কারণে দেড় লাখের মানুষ মারা যায়। যা মোট মৃত্যুর ১৯ শতাংশ।
মঙ্গলবার (২১ মে) রাজধানীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়ােজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান বিশেষজ্ঞরা।
২০১৭ সালে প্রকাশিত গ্লোবাল এ্যাডাল্ট ট্যোবাকো সার্ভের তথ্য বলছে, দেশের ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে থাকেন। আর, ধূমপায়ীদের কারণে ৩ কোটি ৮৪ লাখ মানুষ কর্মক্ষেত্র, পাবলিক প্লেসে ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয়।
এ অবস্থা থেকে উত্তোরণের জন্য ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা প্রয়ােজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এসএ/দীপ্ত সংবাদ