টাঙ্গাইলের সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চারাবাড়ি এলাকায় সড়ক ধসে ধলেশ্বরী নদীতে পড়েছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ইউনিয়নের বাসিন্দারা যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ধলেশ্বরী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর পাশের সড়ক ধসে গেছে। এ সেতু দিয়ে হুগডা, কাকুয়া, মাহমুদনগর, পোড়াবাড়ি ও কাতুলীসহ পাশের সিরাজগঞ্জ জেলার মানুষও চলাচল করেন।
শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কও এটি। এ সেতুর পাশে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছরই নদীর পানি বাড়লে বা বৃষ্টি হলে সড়কের মাটি ধসে পড়ে।
এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয় বাসিন্দাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্রে নিয়মিত যাতায়াতকারীরা ও স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয় কাতুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘প্রতি বছরই শুকনো মৌসুমে সেতুর পাশ থেকে মাটি কাটা হয়। এ কারণে টানা বৃষ্টিতে নদীর পানি বাড়লে সেতুর আশপাশের সড়ক ভেঙে যায়। সেতু দিয়ে যেসব যানবাহন চলাচল করত সেসব আজ সকাল থেকে বন্ধ হয়ে গেছে।’
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা পরিদর্শনে যাব। এরপর কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে।’
শায়লা/ দীপ্ত নিউজ