সব ধর্ম–বর্ণের মানুষ নিয়ে একসঙ্গে দেশ গড়তে চাই। আমাদের কাছে জাত–পাত মুখ্য নয়, ধর্ম মুখ্য নয়, মুখ্য হচ্ছে দেশের মানুষ— বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম–বর্ণের মানুষ নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই। আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ ও জনগণের প্রকৃত সমস্যাগুলো সমাধান করা সম্ভব।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্পপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত করতে পারে– এমন অভিজ্ঞতা সম্পন্ন কোনো দল নেই। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যেই দলের অভিজ্ঞতা আছে– কীভাবে দেশকে সামনে দিকে পরিচালিত করতে হয়।
তিনি বলেন, “বিগত ১৬ বছর যারা তলে তলে স্বৈরাচারের সঙ্গে মিশে ছিল, সেই ‘গুপ্ত’ ষড়যন্ত্রকারী চক্র থেকে আপনাদের সজাগ থাকতে হবে। তারা এখন ভিন্ন বেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের রুখে দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ‘ বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে ‘গুপ্ত’। কারণ, তাদের গত ১৬ বছর আমরা রাজপথে দেখি নাই। যারা ৫ আগস্ট পালিয়ে গিয়েছে, তারা তলে তলে তাদের সঙ্গে মিশে ছিল।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষা করেছি। এখন আমাদের সেই স্বাধীনতা অর্থবহ করে তুলতে হবে।’
জনসভায় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জ জেলার ৫টি ও পাবনা জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ‘ধানের শীষ‘ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান।
এসএ