পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিশ্বের সকল দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গা তাদের দেশে ফিরবে। এবারো ১১লাখ রোহিঙ্গা ঈদ করতে পারেনি। আগামীতে তারা যেন নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে।
শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদ–উল–ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। সকাল সাড়ে ৮ টায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে। বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়।
মন্ত্রী বলেন, আমরা একমাস সিয়ামের মাসে আমরা ধৈর্য্য ধরেছি, একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়েছি। এটি যেন সারা বছর বজায় রাখতে পারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন তারাও যেন সকল জ্বালাও পোড়াও বাদ দিয়ে দেশের কল্যাণে কাজ করেন।
এদিকে পবিত্র ঈদ–উল–ফিতরের নামাজে সিলেট শাহী ঈদগাহ ময়দানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ আদায়ের জন্য নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ আদায় শেষে দেশ–জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এমি/দীপ্ত