বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও আসরের বিষ্ময় মরক্কো। আল বায়িত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত একটায়।
প্রথম ম্যাচ থেকেই এমবাপ্পে, জিরুরা বুঝিয়ে দিয়েছেন, আগেরবার জেতা ট্রফিটা ধরে রাখতেই কাতার এসেছেন তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে, বেঞ্চের খেলোয়াড়দের নামিয়ে তিউনিসিয়ার কাছে হারলেও, এর আগে-পরে পুরোপুরি আক্রমণাত্মক মেজাজে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে, সেমিফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। আর ২০০২ সালে ব্রাজিলের পর, প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে।
আফ্রিকান দল মরক্কোর সাথে এর আগে একবারই দেখা হয়েছে ফ্রান্সের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ড্র হয়েছিল ২-২ গোলে। ১৫ বছর পর কোনো প্রতিযোগিতামূলক খেলায়, আরব দেশটির মুখোমুখি হবে এমবাপ্পে, জিরু, ডেম্বেলেরা।
অন্যদিকে, এর আগে একবারই গ্রুপপর্ব পেরোনো মরক্কানরা, এবার নিজেদের ফুটবল ইতিহাসই নতুন কোরে লিখছে। সে পথে এরইমধ্যে তারা বিশ্ব র্যাংকিংয়ের দু’ নম্বর দল বেলজিয়ামকে গ্রুপপর্বেই বিদায় করে দিয়েছে। শেষ আটে বিদায় করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেও। এবার তাই তাদের আর হারানোর কিছু নেই। আরব আর আফ্রিকান ফুটবলের ইতিহাসে আরও একটি পালক তারা যোগ করতে পারেন কিনা, সে অপেক্ষায় ফুটবলবিশ্ব।