বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, গতকাল বৃহস্পতিবার পাঁচ জনের নামাজে জানাজা শেষে মরদেহ তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
এদিকে ফজরের নামাজ শেষে মাওলানা ইলিয়াস বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
ফজরের নামাজের পর ভারতের তাবলীগ জামায়াতের মুরব্বী মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ান বাংলা বাংলা তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই বয়ান, মাশোয়ারাসহ নানা আনুষ্ঠানিকতা চলছিলো।
এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে জানানে হয়েছে।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় জুমার বৃহত্তম জামাত অনুষ্ঠিত
গত মঙ্গলবার থেকে বাস, ট্রেন ও পিকআপে করে আসতে শুরু করেন মুসল্লিরা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন ভারতের মাওলানা সাদ কান্দলভি সমর্থক মুসুল্লিরা।
ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা রোড, আশুলিয়া রোড, টঙ্গী, কামারপাড়া রোড হয়ে ট্রাক, পিকআপে করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন তুরাগ তীরে। নির্ধারিত খিত্তায় অবস্থা নিয়েছেন তারা।
সেসব খিত্তায় চট নেই, সেখানে নিজ উদ্যোগে মুসল্লিদের চট টাঙিয়ে নিতে দেখা গেছে চট ও সামিয়ানা। ইজতেমা শেষ করে যারা চিল্লায় যাবেন; তাদেরকে ভাগ করে দেয়া হবে এখান থেকে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইজতেমায় আইন শৃঙ্খলাবাহিনীর ১৫ হাজার সদস্য নিয়ে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইজতেমায় আগত দেশি ও বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চুরি ও ছিনতাই রোধে র্যাবের বিপুল সংখ্যক সদস্য কাজ করছেন। রয়েছে ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের তৎপরতাও।
এজে/দীপ্ত নিউজ