ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও নয়া দিল্লি অফিসে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালাচ্ছেন ভারতের আয়কর বিভাগের কর্মকর্তারা। যদিও কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, আয়কর জরিপের অংশ হিসেবে তারা বিবিসির কার্যালয় পরিদর্শনে গেছেন।
আয়কর বিভাগের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিবিসির অফিসের ভেতর জরিপ চালিয়েছেন তারা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির উচ্চপদস্থ কর্মকর্তাদের জেরা এবং অ্যাকাউন্ট বিভাগে তদন্ত করা হচ্ছে।
জানা গেছে, গুজরাট দাঙ্গা নিয়ে দুই পর্যায়ে তথ্যচিত্র সম্প্রচারের কিছুদিনের মধ্যেই মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আচমকা এই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে আয়কর কর্মকর্তারা কয়েকজন সাংবাদিকের মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এক বিবৃতিতে বিবিসি জানায়, তাদের বেশিরভাগ কর্মী অফিস ছেড়ে গেছেন। তবে কয়েকজনকে ভবনে অবস্থান করে আয়কর কর্মকর্তাদের সহায়তা করতে বলা হয়েছে।
আয়কর বিভাগের একটি সূত্র দাবি করেছে, বিবিসিকে আগেও কর সংক্রান্ত বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এতে তাদের সাড়া মেলেনি।
এদিকে বিবিসির কার্যালয়ে অভিযানের নিন্দা জানিয়েছে ভারতের বিভিন্ন সাংবাদিক সংগঠন।
সূত্র: এনডিটিভি