বিজ্ঞাপন
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

দোস্ত এইডের ৯ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেল ১৫৩ শিক্ষার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দোস্ত এইডের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার সকালে (৮ জুলাই) জামালপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক এনজিও প্রধানগণ।

জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমসেবা, সদর উপজেলা ভূমি অফিসার তানভীর হায়দার, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, UNIW এর কাউন্সিল মেম্বার আবু বকর মাহমুদ নিয়াজ, . মোকতার আলাশরি, সদর সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, উবাইদে চানাকজি, আদিল ইারানগুনালি, মুহাম্মদ হুসাইন আকটা, হালিত ইসাগলু, মাহফুজ নাফিজ কাদিনান, মুসাব কাদিনান, হাদিয়েত ওগুজহান, IIFSO এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জামালপুর জেলা এনজিও সমন্বয় কমিটির সেক্রেটারি সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্রাক জামালপুর জেলা প্রধান ফারুক হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, ওয়ার্ল্ড ভিশনের জেলা কোঅর্ডিনেটর বিমল জেমস কাস্ত, এফপিএবি জামালপুরের প্রধান মাহিনুর সিদ্দিকা, বুরো বাংলাদেশ জেলা প্রধান হাফিজুর রহমান, টিআইবি জেলা প্রধান আরিফ হোসেন, ইসলামিক রিলিফ জেলা কোঅর্ডিনেটর আব্দুল্লাহ, পারি উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়ক রাজু, দোস্ত এইডের হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ আরও অনেকে।

প্রধান আলোচকের বক্তব্যে দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে থাকার সুযোগ নেই। আমাদের সন্তানদের আগামীর বিশ্বে নেতৃত্ব দেয়ার যোগ্য করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যকে সামনে নিয়েই দোস্ত এইডের স্কলারশিপ প্রোজেক্ট। এ প্রোজেক্টের মাধ্যমে সারাদেশের উল্লেখযোগ্য সংখ্যক এতিম শিক্ষার্থীদেরকে নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা হয়। আমরা প্রতিটি বৃত্তি অনুষ্ঠানে দেশ ও বিদেশের প্রমিনেন্ট ব্যক্তিদেরকে নিয়ে আসার চেষ্টা করি। এর মূল উদ্দেশ্য হলোএতিম শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে এই বার্তা দেয়া যেন তারা নিজেদেরকে একা অনুভব না করেন। আমরা তাদেরকে বুঝাতে চাই যে, এতিম শিক্ষার্থীদের পাশে মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে আছে দোস্ত এইড।

তিনি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার একটি দেশ। এই সম্ভাবনাকে খুব সহজেই বাস্তবে রুপ দান সম্ভব। তিনি বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে দোস্ত এইড প্রতিষ্ঠা করা হয়। এসডিজির প্রায় সবগুলো অভিষ্ট নিয়ে কাজ করে দোস্ত এইড।


তিনি আন্তর্জাতিক অতিথিবৃন্দের আহ্বান জানান, বাংলাদেশের উন্নয়নে আন্তরিক সহযোগী হিসেবে কাজ করতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান।

IIFSO-এর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, দোস্ত এইডের শিক্ষাবৃত্তি কার্যক্রমে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই সংস্থাটি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং ভালোবাসা, সম্মান ও আত্মবিশ্বাসও বিলিয়ে দেয় এতিম ও প্রান্তিক শিশুদের মাঝে। এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা একটি ন্যায্য ও মানবিক বিশ্ব গড়ে তুলতে পারি।

UNIW এর কাউন্সিল মেম্বার আদিল ইরানুগালি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, এতিম শিক্ষার্থীদের পাশে দোস্ত এইড সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে দাঁড়িয়েছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, অসহায় মানুষের দু:খ লাঘবে দোস্ত প্রতিনিয়ত ধারাবাহিকভাবে বিভিন্ন টেকসই উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এ কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদের জামালপুরে নিয়ে আসার মাধ্যমে জামালপুরের সুনাম বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য দোস্ত এইডের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ১৫৩ জন শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ১৮০০০ টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More