১৭৯
শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে দেশ ছেড়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য ফিরে যাচ্ছেন সাবেক প্রিমিয়ার লিগ তারকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন তিনি।
জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন।
গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০–২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে।
আল