টানা তিনদিন (বৃহস্পতি, শুক্র ও শনিবার) দেশের কয়েকটি বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রবিবারসহ পরবর্তী পাঁচদিন সারাদেশের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহাওয়া বার্তায় জানানো হয়। এ দিকে সারা দেশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাঙ্গামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, চাঁদপুরে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
টানা তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (২৯ মার্চ) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাওলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরের দিন অর্থাৎ শনিবারে (৩৩ মার্চ) ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।