দেশে ২২ জেলার মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী তিনদিন অব্যাহত থাকবে এবং তা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোদ আর অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা সারাদেশে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম বাড়বে আরও। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বৃষ্টির। কিন্তু তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩০–৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
সোমবার (৮ মে) আবহাওয়ার পরিস্থিতি হলো আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও আরও বিস্তার লাভ করতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
যূথী/দীপ্ত সংবাদ