২৯
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পেমেন্ট ব্যালেন্স ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী হিসেব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এনবিলিয়ন ডলারক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে চলতি মাস ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৭৩ বিলিয়ন বা ২ হাজার ৬৭৩ কোটি ডলার। আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম–৬) অনুযায়ী রিজার্ভ ছিল ২১ দশমিক ৩৯ বিলিয়ন বা ২ হাজার ১৩৯ কোটি ডলার।