দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার গবেষণা সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর‘বি)।
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিনের সঙ্গে আইসিডিডিআর‘বি পরিচালিত এই যৌথ গবেষণায় দেখা গেছে, ডেঙ্গু ভাইরাসের চারটি ধরনের বিরুদ্ধেই উপযোগী এই টিকা।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্ভাবিত টিকা শিশু ও প্রাপ্ত বয়স্কদের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ– আইসিডিডিআর‘বির গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণার ফলাফল সম্প্রতি বিশ্বখ্যাৎ স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত হয়েছে। আইসিডিডিআর‘বি ও যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকরা যৌথভাবে এ গবেষণা করেছে। ডেঙ্গু ইন ঢাকা ইনিশিয়েটিভ শিরোনামে ২০১৫ সালে শুরু হয় এ গবেষণা। এতে ভাইরাসটির চারটি ধরন নিয়েই কাজ করেন, গবেষকরা।
আইসিডিডিআর‘বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. রাশিদুল হক জানিয়েছেন, একটি কার্যকর ডেঙ্গু টিকা বাংলাদেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টিকা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্যও উপকার বয়ে আনবে।
এই টিকার নাম দেওয়া হয়েছে ‘টিভি–০০৫’।
আল / দীপ্ত সংবাদ