বিজ্ঞাপন
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

দেশে নতুন করে চাঁদাবাজি-সন্ত্রাস শুরু হয়েছে: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশে নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে নাহিদ ইসলাম এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মুজিব পরিবার এ দেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব।’

এনসিপি আহ্বায়ক বলেন, ফ্যাসিস্টের পতনের পর আবারও নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদক শুরু হয়েছে। আমরা কি এজন্যই গণঅভ্যুত্থান করেছিলাম। শুধু আটোয়ারী নয়, বাংলাদেশের প্রত্যেক উপজেলায় একটা বৈষম্যহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যয় জুলাই ঘোষণাপত্র জুলাইআগস্টের মধ্যে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি৷

বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও পুশ ইন বিষয়ে তিনি বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থানপরবর্তী ছাত্রজনতার বাংলাদেশ। বাংলাদেশপন্থিদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে যে কোনো মূল্যে আমরা সীমান্ত হত্যা বন্ধ করবো।

এনসিপি দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ যারা চাঁদাবাজি করছে, তারা ক্ষমতায় গেলে আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশে ভোটাররা ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করে। এই প্রবণতা বন্ধ না হলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। টাকার বিনিময়ে ভোট দিলে ৫ বছর শোষণ সহ্য করতে হবে।’

উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, . আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন ও ঠাকুরগাঁও জেলা প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More