বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

দেশে গত চার বছরে টিআইএন প্রদানের সংখ্যা দ্বিগুণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ট্যাক্স নেট বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০২০ সালে দেশে ২১ লক্ষ টিআইএন ধারী গ্রাহক থাকলেও বর্তমানে দেশে টি আই এন ধারির সংখ্যা ৩৬ লাখ। চলতি অর্থবছরে তা ৪০ লক্ষ গ্রাহকের লক্ষ্যমাত্রা পূরণ করবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে, জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়তনে প্রাক বাজেট আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বিগত চার বছরে টিআইএন প্রদানের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ট্যাক্স প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকলেও নতুন গ্রাহকরা যে কোন সময় ট্যাক্স প্রদান করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে ই টি আই এন প্রদানের সুযোগ রয়েছে।

আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, এ কে এম বদিউল আলম, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর উপস্থিত ছিলেন।

 

 

মর্তুজা / আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More