বিজ্ঞাপন
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫

দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না। সকল পক্ষের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য।

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনী নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি পূর্ববর্তী নির্বাচনের অনিয়ম প্রসঙ্গে বলেন, ‘আপনি যে ইলেকশনের কথা বলছেন, সেই নির্বাচনে সম্ভবত ভোটারও ছিল না। যে ভোটার লাইন আমরা দেখেছি, সেটিও প্রকৃতপক্ষে ভোটারদের লাইন ছিল না। সেই নির্বাচনে হয়তো ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থীর এজেন্টও ছিল না, সাংবাদিকদের উপস্থিতিও ছিল না, এমনকি পর্যবেক্ষকরাও ছিলেন না। আমাদের দৃঢ় প্রত্যয়ইনশাআল্লাহ, সেই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এই নির্বাচনে সর্বপ্রথম চোখ হবে ভোটারের নিজের। এরপর ভোটারের এজেন্ট। সহযোগী হিসেবে থাকবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা। আমাদের উদ্দেশ্য একটাই—ভোটকক্ষে ভোটার যেন সুশৃঙ্খলভাবে, নির্ধারিত সময়ে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের কাজ শুধু অনিয়মকারীকে ধরা নয়, বরং পুরো প্রক্রিয়াটিকে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, ‘আমাদের কাজ শুধু চোর ধরা নয়। আমাদের কাজ হলো নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করা, যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।’

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More