দেশে আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা। তাদের কারও কারও শরীরে শনাক্ত হচ্ছে নতুন উপধরন ”জে এন ডট ওয়ান”। এই অবস্থায় দ্রুত চতুর্থ ডোজ টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা বিশেষায়িত হাসপাতালে দুই সপ্তাহ আগেও এখানে কোনো করােনা রোগী ছিল না। কিন্তু শনিবার (২৭ জানুয়ারি) রোগীর সংখ্যা দাঁড়ায় ১১ জনে। ভর্তি হয়েছেন শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যাথা নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯১ জনের নমুনা পরীক্ষা করে, ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড–১৯ হাসপাতালের পরিচালক এ কে এম জহিরুল হােসেন খান জানান, মানুষের মধ্যে এখন নমুনা পরীক্ষার প্রবণতা কম। করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে টিকা কার্যক্রম জোরদার করেছে সরকার। তাই, সবাইকে প্রতিষেধক নেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রাণঘাতী এই ভাইরাস ঠেকাতে টিকা নেওয়ার পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ক্যান্সার চিকিৎসায় এক রোগীর পেছনেই খরচ ২৫ লাখ !
এসএ/দীপ্ত নিউজ