চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্র সীমান্তবর্তী এ জেলায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্র কমে এসেছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস।
জেলার বিভিন্ন প্রান্তে দেখা যায়, সকালে তীব্র শীত উপেক্ষা করে বাইরে বেরিয়েছেন দিনমজুর ও শ্রমিকরা। তবে এই ঠান্ডার কারণে কাঙ্ক্ষিত কাজ পাচ্ছেন না তারা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যানবাহন চললেও ছিল না তেমন যাত্রীর চাপ। তবে রাতে ঘন কুয়াশা থাকলেও সকালে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলেছে। কিন্তু হিম বাতাসের কারনে রোদের প্রখরতা অনুভূত হচ্ছে না। এছাড়া শীতার্ত, অসহায় ছিন্নমুল মানুষের মাঝে সরকারী–বেসরকারীভাবে শীতবস্ত্র বিতরণ করা হলে তা প্রয়োজনীর তুলনায় অপ্রতুল।
এদিকে, মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা। খুব প্রয়োজন না হলে মানুষ সকালে বাইরে বের হচ্ছেন না। অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যাবেক্ষনাগারের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল ইসলাম জানান, বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদৃ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীদিন গুলোতে তাপমাত্রার পারদ আরো কমে আসবে।
জান্নাতুল/আল