সারাদেশে কমছে তাপমাত্রা ফলে বাড়ছে শীতের প্রকোপ। শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায়। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গার পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ার কারণে চরম শীত অনুভূত হচ্ছে। এমন শীত আরও কয়েকদিন থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামায় কয়েক জেলায় স্কুল বন্ধ
অন্যদিকে, শাহজাদপুরের বাঘাবাড়ির আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখানে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এ অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। জানুয়ারি মাস জুড়েই শীত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
অন্যদিকে, মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীত ও হিমেল হাওয়া সীমাহীন দুর্ভোগে পোহাচ্ছেন নিম্নআয়ের মানুষ।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে।
আরও পড়ুন: ৪৭ ডিগ্রি হিমাঙ্কের নিচে যে শহরের তাপমাত্রা
এসএ/দীপ্ত নিউজ