বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মনজুরুল মাওলা সর্দার। জাতীয় ইমাম সম্মেলন ২০২৩–২০২৪ অর্থবছরে কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথম হন তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত গত ২৭ মে ইমাম সম্মেলনে এ বছর মনজুরুল মাওলা সর্দারকে শ্রেষ্ঠ ইমাম ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক নেয়ামত উল্লাহ।
তিনি জানান, আগামী ৫ জুন ঢাকায় আনুষ্ঠানিকভাবে দেশ সেরা ইমামের সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন ধর্মপ্রতিমন্ত্রী।
এর আগে মনজুরুল মাওলা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেন।
মনজুরুল মাওলা সর্দার ফেনীর ছাগলনাইয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব এবং রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার। এর আগে দীর্ঘদিন যাবত ছাগলনাইয়া থানা জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঠান নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মাওলানা কেফায়েত উল্লাহ সর্দারের বড় ছেলে।ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের কৃতি সন্তান।
দেশের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মনজুরুল মাওলা সর্দারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
সূত্রে জানা গেছে, মনজুরুল মাওলা সর্দার শিক্ষা জীবনে পাঠান নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম, চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে আল–হাদিস এন্ড ইসলামী স্টাডিজ বিভাগে ৪ বছর মেয়াদি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। প্রতিটি একাডেমিক পরীক্ষায় তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
২০১৮ সালে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণে অংশ নিয়ে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ইমাম প্রশিক্ষণ সম্পন্ন করেন। আল আমিন বারিয়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ইমাম প্রশিক্ষণও সম্পন্ন করেন কৃতিত্বের সাথে। সিলেট গাউসিয়া দারুল কিরাত কমপ্লেক্স থেকে ইলমে ক্বেরাতের উপর কারিয়ানা কোর্স সম্পন্ন করে প্রথম বিভাগ অর্জন করেন।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ