মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিজার্ভ খালি করে, বিদ্যুতের দাম বাড়িয়ে, নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নেয়ার জন্য দেশের মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘আমার রাজনীতির রোজনামচা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কোথাও জবাবদিহিতা নেই। সমাজ, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধকে কেড়ে নিয়ে ক্ষমতাসীনরা দেশকে চরমভাবে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে। এর কোনো বিকল্প নেই। শুধু জাতীয় নির্বাচনেই নয়, সুপ্রিম কোর্ট বারের ভোটেও চুরি করছে আওয়ামী লীগ। তাদের নেশা-পেশা হচ্ছে চুরি। সব খাতে চুরি করছে আওয়ামী লীগ। তারা বরাবরই গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। তাদের একমাত্র লক্ষ্য চুরি। আওয়ামী লীগ প্যাথলজিক্যাল চোর।

দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বেশির ভাগ মানুষ আমিষ খেতে পারে না। শুধু মুখেই সরকারের সাফল্য। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দেশের মানুষই আন্দোলনে সরকারের পতন ঘটাবে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More