আজও শীতে কাঁপছে দেশের উত্তরের জনপদ। দুএকটি জায়গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও, ঠান্ডার তীব্রতা তেমন কমেনি। ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীতে বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে বলেন, আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। উত্তর–পূর্ব বা উত্তর–পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
রাজশাহী ও নওগাঁয় আজ সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে ৮ দশমিক ৫ আর রংপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে, চুয়াডাঙ্গায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ।
আরও পড়ুন: ঘন কুয়াশা আর বৃষ্টিতে বেড়েছে শীতের প্রকোপ
এসএ/দীপ্ত নিউজ