যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া‘কে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।
সোমবার (৫ মে) লন্ডন সময় ৪টা ৩৫ মিনিট ও বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার দুই পুত্রবধূ— ড. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাডামকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কাওসার এম আহমেদ জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রাপথে দোহায় ১ ঘণ্টার যাত্রাবিরতি দেবে।
এর আগে, লন্ডন স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে যাত্রা করেন খালেদা জিয়া। এসময় ছেলে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা‘কে বিমানবন্দরে পৌঁছে দেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭ জানুয়ারি দেশ ছেড়ে, ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসএ