বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

দেশের গণতন্ত্রের প্রতীক ধানের শীষ: সালাহউদ্দিন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কক্সবাজারে নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগের সময় এ মন্তব্য করেন তিনি।

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। এদেশে গণতন্ত্রের মার্কা ধানের শীষ আর গণতন্ত্রের দল বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগে অংশ নিতে পাঁচদিনের সফরে কক্সবাজার গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে পূর্ব নির্ধারিত গণসংযোগ ও দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার উদ্দেশ্যে চকরিয়ার খুটাখালীতে যান।

সফরের প্রথমদিন খুটাখালীতে মরহুম পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর খুটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারে অংশ নেন।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের পাগলিরছড়া এলাকায় সনাতন সম্প্রদায়ের মানুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন।

সন্ধ্যা ৬টায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More