আজ এপ্রিল মাসের প্রথম পূর্ণিমা। এ চাঁদকে “পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ” বলা হয়ে থাকে। সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে দেখা মিলল এই গোলাপি বর্ণের চাঁদ।
বুধবার (২৪ এপ্রিল) সূর্যাস্তের পর থেকে পরবর্তী দুই ঘণ্টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) এ চাঁদ দেখা গেছে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রশাসনিক ভবন থেকে গোলাপী চাঁদ দেখতে ছাদে স্থাপন করা হয় শক্তিশালী টেলিস্কোপ। এসময় চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখা যায় বলে জানান দর্শনার্থীরা।
জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝ বরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। এ সময় চাঁদ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে আলোকিত দেখায়। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়।
প্রসঙ্গত, নাম গোলাপি হলেও এপ্রিলের পূর্ণ চাঁদের রঙ পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রঙেরও দেখা যেতে পারে। তবে এক পর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রঙ ধারণ করবে।
উল্লেখ্য, প্রতি বছরের এপ্রিল মাসে এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা ঘটে।
এসএ/দীপ্ত সংবাদ