দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার (১২ মার্চ) দুপুরে শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশ, র্যাবসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। তাই দেশ এগিয়ে চলছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারোও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপি সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম খান দুলাল, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান, ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব,মোঃ কামরুল হাসান, দুর্নীতি দমন কমিশন, কমিশনার জহুরুল হক, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য্য সদর আসনের এমপি মোজাফর হোসেন, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ এডভোকেট বাকি বিল্লাহ, ঢাকা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান, জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ আরো অনেকে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী ফিতা কেটে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধন করেন। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৩৩৯ জন। তিন একর জমিতে জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে। এখানে খেলাধুলা বিনোদনমূলকসহ সব ধরনের নানা আয়োজন থাকবে।
এফএম/দীপ্ত সংবাদ