বিমানবন্দর টার্মিনাল–৩ নির্মাণে ঢাকায় আসেন দক্ষিণ কোরিয়ার নাগরিক তেহো কিম। ২০২০ সালের ডিসেম্বরে এক পরিচিত বন্ধুর মাধ্যমে মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তেহো কিমের। পরে ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন।
সেই প্রেম পরিণতি পায় বিয়েতে।
পিজে হেলেন ইসলাম ধর্মের, অন্যদিকে কিম বৌদ্ধ ধর্মের। তবে ধর্ম ভিন্ন হলে তাদের প্রেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কিম বৌদ্ধ ধর্মের হলেও পিজে হেলেনকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দুই বছর চুটিয়ে প্রেমের পর গেল ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।
হেলেনা জানান, সে এরমধ্যে বেশ কয়েকবারই কোরিয়া গিয়েছে। সেখানে স্থায়ী হয়ে যাবে সে। প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে এ বছরেই সেখানে চলে যাওয়ার ইচ্ছে আছে তার।
চার বছর আগে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরেন পি জে হেলেন। সেসময় ঘটনাটি বেশ আলোচনা তৈরি করেছিলো। পরে জানা গিয়েছিলো মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতীর পথ বেছে নিয়েছিলেন। এরপর থেকে তাকে আর কোনো কাজে দেখা যায়নি। সর্বশেষ ২০১৮ সালের শেষের দিকে ‘ভাঙ্গা মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিলো তাকে।
আল/ দীপ্ত সংবাদ