বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে রাজধানীসহ সারাদেশে চলছে বিজয়োল্লাস।
সেই সঙ্গে গণভবন ও সংসদ ভবনেও ঢুকেতছনছ ও জিনিসপত্র নিয়ে যাচ্ছে জনগণ। এমন পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র–জনতাকে বীরোচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে জনতার এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না।’
তারেক রহমান বলেন, ‘৫২, ৭১ কিংবা ৯০ এর মত ছাত্র–জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদ্যাপন করুন, অনুগ্রহ করে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবে না।’