স্বাধীনতা দিবসে দেশবাসীকে একটা ম্যাচ জয় উপহার দিতে চান, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে, ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয় লেগের আগে এমনটাই জানিয়েছেন তিনি। আর প্রতিপক্ষের লক্ষ্য, গোল ব্যবধান আরো বাড়ানো।
সোমবার (২৫ মার্চ) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ফিলিস্তিন ফুটবল দলের সাথে হঠাৎ দেখা করতে আসেন, বাংলাদেশে নিযুক্ত দেশটির অ্যাম্বাসেডর ইউসুফ এস ওয়াই রামাদান। ফুটবল খেলে যারা যুদ্ধ বিধ্বস্ত দেশটির মানুষদের মুখে হাসি ফোটায়, তাদের উৎসাহ দিতেই মাঠে তার উপস্থিতি।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম লেগে, বাংলাদেশকে ৫–০ গোলে হারিয়েছে ফিলিস্তিন। দ্বিতীয় লেগেও জয় ছাড়া কিছু ভাবছে না তারা।
ফিলিস্তিন কোচ মার্কাম দাবুবও বলেন, ‘জয় দিয়ে আমাদের নিপিড়ীত মানষদের আনন্দ দিতে চাই। প্রথম লেগের ম্যাচে আরো কিছু গোল হতে পারতো, এখানে সেটা পুষিয়ে নিতে চাই।‘
মঙ্গলবার ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। এদিন একটা জয় চায়, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ব্যাকফুটে থাকা লাল সবুজরা।
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ঘরের মাঠে লম্বা সময় পর খেলতে নামবো, এটা ভালো লাগছে। এই মাঠে আমরাই সেরা, আগে যা হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের পয়েন্ট দরকার, তাই মূল একাদশে পরিবর্তন হতে পারে।‘
কিংস অ্যারেনার পয়া ভেন্যুতে এখন পর্যন্ত এক ম্যাচও না হারা বাংলাদেশের বিপক্ষে, শক্তিশালী ফিলিস্তিনের লড়াই শুরু হবে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায়।
আল / দীপ্ত সংবাদ