এক সময় আলো ঝলমলে সেটে ভয় দেখাতেন নায়ককে। এখন সেই ভয় ধরানো মানুষটির ব্যস্ততা একটি ছোট মুদির দোকানে। টলিউডের পরিচিত মুখ সুরজিৎ সেন– যিনি ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘চ্যালেঞ্জ ২’, ‘বিন্দাস’ এর মতো হিট সিনেমায় খলনায়কের চরিত্রে দাগ কেটেছিলেন দর্শকদের মনে। আজ সংসার চালান ব্যারাকপুরের ছোট্ট এক মুদির দোকান চালিয়ে।
পাঁচ বছর ধরে অভিনয় থেকে দূরে সুরজিৎ। দোকানের আয়ে চলে সংসার। আক্ষেপের সুরে বলেন, ১৯৯৮ থেকে ২০২০ পর্যন্ত অভিনয় করে মাত্র পাঁচ লাখ টাকা রোজগার করতে পেরেছি। ভাবুন, কতটা কঠিন সময় গেছে।
জীবনের বাস্তব ছবিতে এখন আর গ্ল্যামার নেই। দোকানের আলোয় বসে মানুষটিও স্বীকার করেন, অভিনয়ে ফেরার ইচ্ছে তার নেই। এখন নিজের ব্যবসা নিয়েই বাঁচতে চাই, শান্ত গলায় বলেন তিনি।
রাজনীতির প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সাবেক অভিনেতা। তৃণমূল আসার পর ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। অনেকে ভাবে আমি অন্য দলের, একেবারেই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, জানালেন সুরজিৎ।