ঢাকা টেস্টে আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে আরেকটি মাইলফলক ছুঁতে পারলেন না শান্ত। বাজে এক শট খেলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ১৭৫ বলে ১৪৬ রানের ইনিংস খেলেন তিনি।
আফগান বাঁহাতি স্পিনার আমির হামজার করা ইনিংসের ৫৮তম ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিনি। ২৩ টি চার ও ২ টি ছয়ের মার আসে তার ব্যাট থেকে। নিজের সর্বোচ্চ ১৬৩ রানের রেকর্ডও ভাঙতে পারেননি তিনি।
টাইগার অধিনায়ক লিটন কুমার দাশকে সাজঘরে ফেরান আরেক বাঁহাতি চায়নাম্যান জাহির খান। এক ছক্কার সাহায্যে ৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এর আগে শত রানের আক্ষেপে পুড়েন আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয়। চা বিরতির আগে রাহমত শাহর বলে বাজে এক শট খেলে ৭৬ রানের ইনিংস শেষে সাজঘরে ফিরেছিলেন এই ওপেনার। ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। ১৫ রান করে নিজাত মাসুদের ২য় শিকার হয়ে সাজধরে ফেরেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৪ রান।
ইমাম/দীপ্ত নিউজ