শেষবার উইন্ডিজের মাটিতে বাংলাদেশ টেস্ট জিতেছিল ২০০৯ সালে। এরপর ক্যারিবিয় দীপপুঞ্জের দেশটিতে আরও ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই ফলাফলের ঘরে একটাই শব্দ যোগ হয়েছে বাংলাদেশের নামের পাশে– পরাজয় বা হার।
বুধবার (৪ ডিসেম্বর) কিংস্টনের স্যাবাইনা পার্কে ম্যাচের চতুর্থ দিন নাহিদ রানার ইর্য়কার বলে জোসেফের আউটের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর ৪ মাস ১৭ দিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের ১০১ রানে পরাজিত করে সিরিজ ১–১ সমতায় শেষ করল মেহেদী হাসান মিরাজ দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ।
সবশেষ ২০০৯ সালে ক্যারিবিয়ান দ্বীপ থেকে টেস্টে জয় পেয়েছিল টাইগাররা। সিরিজে ২–০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সিরিজ দিয়েই অধিনায়কত্বের শুরু করেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
তৃতীয় দিন শেষে কিংস্টন টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই ছিল বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশ গতকাল দিনটা শেষ করেছিল ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর –
বাংলাদেশ ১৬৪ ও ২৬৮ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (হজ ৫৫, ব্রাফেট ৪৩;)
ফল: বাংলাদেশ ১০১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম
সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১–১ সমতা
প্লেয়ার্স অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ ও জেডন সিলস।
এসএ