চলতি চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। আশানুরূপ পারফর্ম করতে না পারায় বেশ সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দীনেশ কার্তিক বা ওয়াসিম জাফররা সমালোচনায় মুখর। সেই তালিকায় আছে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের নামটাও। মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের সমালোচনা করতে গিয়ে সরাসরিই বলে বসলেন, তাকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। ব্যাট হাতে ভরসার জায়গা মাহমুদউল্লাহ নিউজিল্যান্ড ম্যাচে ১৪ বলে করেছিলেন মোটে ৪ রান। মিচেল ব্রেসওয়েলকে উড়িয়ে খেলতে গিয়ে ধরা পড়েন উইল ও রুর্কের হাতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানি গণমাধ্যমে আলাপকালে বাংলাদেশকে ‘দুর্ভাগা’ বলতেও আপত্তি জানিয়েছেন ওয়াসিম আকরাম। গত সোমবারের ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে সাবেক পাকিস্তানি অধিনায়কের বক্তব্য, ‘ওটা একেবারেই হাতের ক্যাচ। মাহমুদউল্লাহকে দেখে মনে হয়েছে সে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটও হচ্ছে না, বোলিংও হচ্ছে না।’
মুশফিক এবং মাহমুদউল্লাহকে লাল বলের অর্থাৎ টেস্ট বলের দিকেই মনোযোগী হওয়ার কথা জানালেন ওয়াসিম আকরাম। সাদা বলের ক্রিকেটে তরুণদেরই দেখতে চান তিনি।
আল