গাজীপুরে দেওয়ান আশেয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাজসেবায় অবদানের জন্য বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর কারখানা বাজার মাঠে এ আয়োজন করা হয়। দিনভর মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৬১৪ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মাজহারুল ইসলাম।
এ ছাড়া বিশেষ অতিথি কালিয়াকৈর পৌর যুবলীগ সিনিয়র সহসভাপতি আশিকউজ্জামান বকুল এবং টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল কাইয়্যূম বিপুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইলস্টোন কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এবং কারখানা বাজার জামে মসজিদের সভাপতি ড. দেওয়ান মোহাম্মদ এমদাদ।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অসহায় ও গরীবদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা, চিকিৎসা, ঔষধ দেওয়া হয় দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি চোখ ও দাঁতের মতো বিশেষায়িত চিকিৎসা সেবাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য মো. আব্দুল কাইয়্যূম বিপুলকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আল / দীপ্ত সংবাদ