দেউলিয়ার খাতায় নাম লিখালো আরও এক মার্কিন ব্যাংক। রবিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নিউইয়র্কভিত্তিক ব্যাংকটির নাম ‘সিগনেচার ব্যাংক’।
মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে দেউলিয়া হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক এরপরেই দুদিনের মাথায় দেউলিয়া ‘সিগনেচার ব্যাংক’।
পরপর দুটি ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যা সামগ্রিকভাবে ব্যাহত করতে পারে দেশটির গোটা অর্থনীতিকে। আবারও হয়তো ২০০৭–২০০৮ সালের মতো ব্যাংকিং সেক্টরে একটি আঘাত আসতে যাচ্ছে।
মার্কিন কর্তৃপক্ষ সিগনেচার ব্যাংক থেকে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহক চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ও মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় রবিবার এটি বন্ধ করে দেয়া হয়। এর গ্রাহকদের ক্ষেত্রেও এসভিবির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, সরকার এসভিবির দেউলিয়া হওয়ার বিষয়টি যাতে ‘আর্থিক সংক্রামক’ হিসেবে না দেখা দেয়, তা এড়াতে চায়।
তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার নিশ্চিত করতে চায়, একটি ব্যাংকের সমস্যা যেন অন্য ব্যাংকে সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে কাজ করছি আমরা।’
অনু/দীপ্ত সংবাদ