আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে ঢাকা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স –একিউআই এর স্কোর ছিল ২৯৬। যার অর্থ রাজধানী ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর‘।
গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) স্কোর ছিল ২৩৯। সে বাতাসও ছিল খুব অস্বাস্থ্যকর।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমাণ সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা ভাল থাকে।
বায়ুদূষণের তালিকায় আজ দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি।
এসএ/ দীপ্ত নিউজ