বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (৭ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৯, যা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষতম। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।
অন্যান্য দূষিত শহরের মধ্যে একই সময়ে দ্বিতীয় অবস্থানে ছিল চীনের উহান, যার একিউআই স্কোর ১৭৮। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৭৩), ভারতের দিল্লি (১৬৪) এবং চিলির সান্তিয়াগো (১৬২)। সাধারণত, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০–এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, এবং এই মাত্রা শিশু, প্রবীণ ও অসুস্থদের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের বালু–ধুলা, শিল্প–কারখানার নির্গমন এবং অতিরিক্ত জনসংখ্যার চাপ মিলিয়ে ঢাকার বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। অপরিকল্পিত নগরায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালার অভাবও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ফলে নগরবাসীর শ্বাস নেওয়াই হয়ে উঠছে কষ্টকর। নানা বয়সী মানুষ শ্বাসকষ্ট, হৃদরোগ, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ক্রমাগত।
বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৭৩ হাজার মানুষ বায়ুদূষণজনিত কারণে অকালে প্রাণ হারান, যার একটি বড় অংশ ঢাকাকেন্দ্রিক। শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুমান প্রায় প্রতিদিনই ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করে বলে আন্তর্জাতিক বায়ুমান সূচকে দেখা যায়।
অন্যদিকে, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। ২০২৫ সালের জানুয়ারি মাসে ঢাকার বায়ুদূষণের গড় মাত্রা ছিল ৩১৮ একিউআই, যা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরের জানুয়ারির গড় মান ২৫৫ দশমিক ৪৮–এর তুলনায় ২৪ দশমিক ৫২ শতাংশ বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে এই স্কোর ছিল ৩০২।