আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার বায়ু মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।
সংস্থাটির তথ্যমতে, সকাল ৮টার দিকে ঢাকার স্কোর ছিল ২৩৯, যা পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি। একই স্কোর নিয়ে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া, তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয়, চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা শহর রয়েছে।
আইকিউএয়ার স্কোর অনুযায়ী, ০–৫০ পরিসরের মান ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত হয়, ২০১–৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ স্কোরকে ঝুঁকিপূর্ণ বলা হয়, যা নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। বায়ুদূষণের প্রধান উপাদানগুলো হলো বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩), যা শ্বাসযন্ত্রের সমস্যা, হৃদরোগ, স্ট্রোক এবং ফুসফুসের ক্যানসারসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়। শিশুরা, প্রবীণরা, অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলাদের জন্য বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর।