ঢাকার চেয়ে কুমিল্লার বাতাস আজও বেশি অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। শুক্রবার (১০ মার্চ) দূষিত শহরের দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে গেছে কুমিল্লা। কুমিল্লার স্কোর ১৭৯।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) কুমিল্লার স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯। যার অর্থ শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর। অথচ ঢাকার স্কোর ১৬২।
পরিবেশবিদদের মতে, কুমিল্লায় অপরিকল্পিত ভবন নির্মাণ, ট্রাক্টরে করে মাটি–ইট সরবরাহ, উন্মুক্তভাবে ভবন নির্মাণ, সড়কে যেখানে–সেখানে মাটি–বালু–ইট–সিমেন্ট ফেলে রাখা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও ঘনবসতি বেশি হওয়া বায়ুদূষণের তালিকার শীর্ষে নাম থাকার বড় কারণ।
এদিন শীর্ষ দূষণের দিক থেকে প্রথমে আছে পাকিস্তানের শহর লাহোর। অস্বাস্থ্যকর ঢাকার অবস্থান নবম।
একই সময়ে ২০৩ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের ওহান শহর, ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের করাচি, চতুর্থ স্থানে আছে থাইল্যান্ডের শহর চিয়াং মাই। আর ১৭২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে ভিয়েতনামের শহর হ্যানয়।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে আছে যুক্তরাষ্ট্রের শহর সানফ্রান্সিসকো।
অনু/দীপ্ত সংবাদ