বিশ্বের বিভিন্ন বড় শহরে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এই সংকটে জর্জরিত মেগাসিটি ঢাকা। চলতি বছরের শুরুতেই দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যমতে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ১৭৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
২২২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’। একইভাবে ভারতের দিল্লি শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক। ১৭৯ স্কোর নিয়ে শহরটি তালিকার সপ্তম অবস্থানে রয়েছে।
এদিকে ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। পাকিস্তানের করাচিতে তুলনামূলকভাবে কিছুটা কম হলেও দূষণ এখনও উচ্চমাত্রায় রয়েছে। ১৯৭ স্কোর নিয়ে শহরটির অবস্থান তৃতীয়।
এ ছাড়া ১৯৬ স্কোর নিয়ে উগান্ডার কামপালা চতুর্থ, ১৮৬ স্কোর নিয়ে কাতারের দোহা পঞ্চম, ১৮০ স্কোর নিয়ে ইরানের তেহরান ষষ্ঠ, ১৭৪ স্কোর নিয়ে কিরগিজস্তানের বিশকেক অষ্টম এবং ১৬২ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় দশম অবস্থানে রয়েছে। এসব শহরের বায়ুমানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়।