ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্টিফেন তির্কি (৪৮) নামের উড়াও সম্প্রদায়ের এক আদিবাসী নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সন্দেহজনক ৩ আদিবাসীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৮ আগষ্ট) রাতে ঠাকুরগাঁও শহরস্থ পরিষদ পাড়া এলাকায় ছুরিকাঘাতে তিনি নিহত হয় এই আদিবাসী।
আটককৃতরা হলেন,জুলিয়ান টপ্প(৪২),পিতা মৃত
শিলিউস টপ্প,প্রদীপ তির্কি (১৯),পিতা মৃত জসেন্ত তির্কি,মনোরঞ্জন তীগ্যা(৩৭),পিতা মৃত বন্ধন তীগ্যা।
স্টিফেন কলেজ পাড়ার মৃত দানিয়েল তির্কির ছেলে।
স্টিফেনের স্ত্রী ভেরনিকা খালকো জানান, আমার স্বামী মদ খেতে গেলে জুলিয়ান ও গাবে পথ রোধ করে। টাকা না পেয়ে তারাই আমার স্বামীকে আঘাত করেছে। আমি তাদের বিচার দাবি করছি।
পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যাক্তি রাত ১০টা ৩০ মিনিটে পরিষদ পাড়ায় রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফেন তির্কি (৪৮) কে গুরুত্ব জখম অবস্থায় অন্ধকারে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্বার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্টিফেন তির্কিকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম বলেন, স্টিফেনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তার বুকের মাঝ বরাবর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ৩ জনকে আটক করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
শায়লা/ দীপ্ত নিউজ