বিপিএল শুরু হতে বাকি রয়েছে সপ্তাহখানেক। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়ে যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
একদিন আগেই তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হারিসকে। এবার তাদের দলে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। সেই সঙ্গে প্রধান কোচ হিসেবে ইজাজ আহমেদের নাম ঘোষণা করেছে দলটি।
পাকিস্তানের সাবেক এই ব্যাটার ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। খেলোয়াড়ী জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন ইজাজ। পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
এর আগে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন আরেক পাকিস্তানি সাঈদ আজমল। আর চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে আসছেন শহীদ আফ্রিদি।