বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

দুর্নীতির মামলায় সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, ২০২৪ সালের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগবাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগের অংশ হিসেবে চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত তার নামে থাকা রাজধানীর লালমাটিয়ায় ২ হাজার ৫২৩ বর্গফুটের ফ্ল্যাট, জমি, তিনটি গাড়ি এবং ১২টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন।

উল্লেখ্য, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More