বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

বাইডেনের সেলফি গলায় ঝুলিয়ে রাখুন: কাদেরকে ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জোবাইডেন ও শেখ হাসিনা সেলফি গলায় ঝুলিয়ে রাখার জন্য ওবায়দুল কাদেরকে পরামর্শ দিলেন মির্জা ফখরুল

রবিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নিঃস্ব হয়ে গেছে বলেই সেলফি নিয়ে উচ্ছ্বাস করছে .লীগ। বাইডেন আমেরিকার সরকার গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা এদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দেন নইলে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না

অযোগ্যতা ও দুর্নীতির কারণে সরকার ডেঙ্গু প্রতিরোধে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ জন্য স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্বাস্থ্যখাতে দুর্নীতির কথা টেনে মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তরদক্ষিণ সিটি করপোরেশন একেবারে নির্বিকার। ডেঙ্গু জ্বরে কাপছে বাংলাদেশ। স্বাস্থ্যখাতে সর্বগ্রাসী দুর্নীতির কারণে ডেঙ্গু পরিস্থিতি এখন মহামারি আকারে ধারণ করেছে।

ডেঙ্গুতে প্রতিদিন ২০ জন করে মানুষ মারা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে বেশ কিছু শিশু মারা গেছে। সরকারি হিসেবে এই বছর ডেঙ্গুতে ৭১৬ জন মারা গেছে। এরমধ্যে ২০৩ জন ঢাকার বাইরে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজারের বেশি। নিম্নমানের কিট ও সরকারের উদাসীনতার জন্য কী পরিমাণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত তা আমরা জানি না। তবে, সরকারির হিসেবে যে বেশি তা সহজে অনুমান করা যায়।

মির্জা ফখরুল বলেন, নিম্নমানের কীট ও সরকারের উদাসীনতার জন্য ডেঙ্গুতে আক্রান্ত বেড়েছে। এখন হাসপাতালে রোগীদের ঠাঁই হচ্ছে না। চিকিৎসার ব্যয় মেটাতে নিঃস্ব হচ্ছে মানুষ। লাশের সারি প্রতিদিনই দীর্ঘায়িত হচ্ছে। শিশুরা মারাত্মকভাবে ঝুঁকিতে, মৃতের একটা বড় অংশ শিশু। কিন্তু ব্যর্থ এই সরকারের বিবেক নাড়া দেয় না। তাদের এসব নিয়ে কোনো চিন্তা নেই। শুধুমাত্র সরকারের দুর্নীতি ও অবহেলার কারণে এই রোগ এখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, শুধু ঢাকা সিটিতেই মশা নিধনে বাৎসরিক বাজেট প্রায় দুই হাজার কোটি টাকা। এ টাকা ক্ষমতাসীন দলের লোকজনই আত্মসাৎ করছে। ডেঙ্গু শুরু হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী ও মেয়র পরিবারের প্রমোদ ভ্রমণেই প্রমাণ হয় এই রোগ নিয়ে শাসকগোষ্ঠীর অবহেলা ও উদাসীনতা রয়েছে। অনির্বাচিত গণবিরোধী সরকার বলেই জনস্বাস্থ্যের প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ড্যাবের মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More