বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। এবার বাংলাদেশের অবস্থান দশম, যা গতবার ছিল ১২তম। ২০২৩ সালের দুর্নীতির পরিস্থিতি মূল্যায়নে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল–টিআইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর কারণ হিসেবে গণতন্ত্রের অবক্ষয়, বিচার ব্যবস্থার দুর্বলতা ও জবাবদিহিতা না থাকাকেই দুষছে সংস্থাটি।
গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি বিশ্বজুড়ে আলোচনার অন্যতম ইস্যু দুর্নীতি। আর সকল অনিয়ম দুর্নীতির মাত্রা কোন দেশে কেমন তা পর্যবেক্ষণ করে আসছে, জার্মানির বার্লিনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল–টিআই।
সংস্থাটি বিশ্বব্যাপী ২০২৩ সালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করেছে। এতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে আছে, ইউরোপের দেশ ডেনমার্ক। আর সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফ্রিকার দেশ সোমালিয়ায়।
প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের চিত্রও। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। অর্থাৎ বেড়েছে দুর্নীতি। টিআই জানায়, গত এক যুগের মধ্যে বাংলাদেশে দুর্নীতি এবার সবচেয়ে বেশি।
দক্ষিণ এশিয়ার মধ্যেও বাংলাদেশের অবস্থান ভাল নয়। কেবল আফগানিস্তানের চেয়ে ভাল আছে বাংলাদেশ। টিআইবি জানায়, তাদের এ প্রতিবেদন কোনোভাবে রাজনৈতিক উদ্দ্যেশপ্রণোদিত নয়।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে সরকারি ক্রয় খাত ও প্রকল্প বাস্তবায়নে বেশি দুর্নীতির তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম
আল / দীপ্ত সংবাদ